চাঁদপুর খবর রির্পোট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৩ শ ৮৯ জন। জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজার ১৮ জন।
শুক্রবার ২০ মে সকাল সাড়ে দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর সদরে ১৮টি, ফরিদগঞ্জের ৩টি ও হাজীগঞ্জের ৮টি ২৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়।
শুক্রবার ২য় ধাপে অনুষ্ঠিত এ পরীক্ষায় চাঁদপুরের ২৯টি কেন্দ্রে ২৩ হাজার ১৮ জনের অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ১৪ হাজার ৬২৯ জন। অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৩ শ ৮৯ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন জানান,শান্তিপূর্ণভাবে সবগুলো কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সমস্যা হয় নাই । কেউ বহিষ্কারও হন নি।
প্রসংগত , চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১ হাজার ১ শ ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এ সব বিদ্যালয়ে ১৪৯টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া নতুনভাবে সৃষ্ট শূন্য পদ রয়েছে ৩৯০টি।