স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের শহরের রেলওয়ে কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ এবং সুনামধন্য ব্যবসায়ী গুয়াখোলা নিবাসী আব্দুল হক মজুমদার আর বেঁচে নেই। গত ১৫ মে মঙ্গলবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি হ্নদক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে মৃতুবরণ করেন…. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন। ১৫ মে বুধবার বাদ আছর শহরের শপথ চত্ত্বর এলাকার বাইতুল আমিন জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হব। নামাজে বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : আব্দুল হক মজুমদার চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে কিন্ডারগার্টেনের সাবেক সফল অধক্ষ এবং ভেদেরগঞ্জ কলেজের শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি শহরের বহু পুরাতন রুপালী ইলেক্টনিকের স্বত্ত্ববাধীকারি ছিলেন। তিনি কুমিল্লারোড় আদর্শ ব্যবসায়ী সমতির দীর্ঘসময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। একজন সফল ও সুনামধন্য শিক্ষক, ব্যবসায়ী হিসেবে তিনি তার কর্মময় জীবনের সকল ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তার বড়ছেলে শাহেদুল হক মোর্শেদও একন সফল ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। তিনি চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, হোটেল গ্রান্ড হিলশার পরিচালক এবং রুপালী এম্পোরিয়ামের কর্ণধার।
এদিকে চাঁদপুরের শহরের রেলওয়ে কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ এবং সুনামধন্য ব্যবসায়ী গুয়াখোলা নিবাসী আব্দুল হক মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।