চাঁদপুরে সাসটেইনেবল ডেভেলোপমেন্ট গোল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাসটেইনেবল ডেভেলোপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বলেন, প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করতে হলে এর কার্যক্রমগুলো কাজে লাগাতে হবে। আমরা মাদক, বাল্যবিবাহ, মাতৃমৃত্যু, শিশুদের স্কুলে পাঠানোসহ বিভিন্ন যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে কারণগুলো চিহ্নিত করে তা সমাধের জন্য কাজ করতে হবে। এতে করে একটা সময় সব কিছু শুন্যের মধ্যে চলে আসবে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহিদ পাটোয়ারি।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভাগীয় অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, শিক্ষক, ঈমাম, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রতি গ্রæপে ৮ জন করে ১০ টি গ্রুপে মোট ৮০ জন
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

একই রকম খবর