স্টাফ রিপোর্টার : চাঁদপুর সেচ প্রকল্পের সিআইপি বেড়িবাঁধের রাস্তায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জাকের পার্টির আস্তানা করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করছে একটি চক্র।
গত কয়েকদিন যাবত রঘুনাথপুর ডালির ঘাট সংলগ্ন এলাকার সিআইপি বেড়িবাঁধের রাস্তার পাশে তড়িঘড়ি করে ফাউন্ডেশন নিয়ে তৃতীয় তলা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
রঘুনাথপুর ও ডালি ঘাট এলাকার জাকের পার্টির মুরিদ মোবারক পাটোয়ারী, মনসুর পাটোয়ারী, শাহজাহান পাটোয়ারী সহ কয়েকজন এখানে আস্তানা দিয়ে মাদ্রাসা করার নামে তৃতীয় তলা ভবনের কাজ করে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে সেখানে কিভাবে সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করছে এলাকার এই ভূমিদস্যুদের খুটির জোর কোথায় এমনটাই সাধারণ জনগণের প্রশ্ন ।
মোবারক পাটোয়ারী কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় জাকের পার্টির মাদ্রাসা নির্মাণ করছি তাতে সমস্যা কোথায়, যখন উচ্ছেদ করা হবে তখন দেখা যাবে। জাকের পার্টির নেতাদের সাথে কথা বলে এখানে মাদ্রাসার কাজ শুরু করা হয়েছে।
এই ব্যাপারে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের চাঁদপুর জেলার সভাপতি শাহ-আলম জানান, ডালি ঘাট এলাকার জাকের পার্টির লোকজন এই ভবনটি নির্মাণ করছে। পানি উন্নয়ন বোর্ড এর কাছ থেকে লিজ নিয়েছে কিনা একমাত্র তারাই জানে।
এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সচেতন মহল।