চাঁদপুরে সিজিএম এর বডিগার্ডের চৌকুশতায় ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(সিজিএম) এর বডিগার্ড তৌহিদুল ইসলামের চৌকুশতায় ৭ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান(২৫) নামের একজন আটক হয়েছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ আটক হয়।আটক আনিছুর রহমান(২৫) শহরের গুনরাজদী এলাকার মজিবুর রহমানের ছেলে।কোর্ট সূত্রে জানা যায়,কোর্ট প্রাঙ্গণে ইয়াবা নিয়ে সন্দেহজনকভাবে প্রবেশ করে ওই আনিছুর রহমান।

যা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বডিগার্ড তৌহিদুল ইসলামের দৃষ্টিগোচর হয়।পরে তিনি আনিছুর রহমানকে পুলিশের মাধ্যমে হাতেনাতে ৭ পিচ ইয়াবা সহ ধরে আলামতসহ থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বডিগার্ড তৌহিদুল ইসলাম জানান, আমি ডিউটি পালনকালে কোর্টপ্রাঙ্গণে এক তরুনকে সন্দেহজনকভাবে দেখি।

পরে থানা পুলিশের সহায়তায় তার কাছ থেকে ৭পিচ ইয়াবা উদ্ধার হয়।কোর্ট প্রাঙ্গণে মাদক সহ সব রকমের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা সতর্ক রয়েছি।

এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে আনিছুর রহমানকে আটক করা হয়েছে।তার দেহ তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম খবর