এমএম কামাল : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকেলে র্যালি শেষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করলাম আর কোন প্রোগ্রাম করবো না, এম হলে সংগঠন করার দরকার নেই। আওয়ামী লীগ অফিসে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান থাকবে।
তিনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন, এখানে অনেকে আছে যাদের বয়স অল্প, মুক্তিযুদ্ধের সময় তাদের জন্ম হয়নি। পাকিস্থানী দোষররা বলেছিল বাংলাদেশের জন্ম হলে এ দেশে মসজিদ থাকবে না। বিদেশী হিন্দুস্থান হয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে এদেশের জনগণ একটি স্বাধীন দেশ, পতাকা ও মানচিত্র পেয়েছে। তাই আমাদের জাতির জনকের সোনার বাংলা গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া।
এছড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে এম মাসুদ, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুর রহমান গাজী, যুগ্ম আহবায়ক শেখ শরীফ, পৌর সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক এমরান হোসেন উজ্জল পাটওয়ারী প্রমূখ।
আলোচনা সভা শেষে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজের রোগ মুক্তি কামনায় দোয়া কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।