চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় ৬ যুবক আহত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সিআইপি বেড়িবাঁধ এলাকায় মটর বাইক দূর্ঘটনায় ৬ যুবক গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ আগষ্ট) রাত সাড়ে ৯টায় বাগাদী ইউনিয়নের বেড়ি বাঁধের উপরে রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে আঘাত লেগে এ ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। আহদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহতরা হলেন: মোঃ আকাশ (২৮), ফাহাদ (২৭), রাব্বি (২৮), সাইফুল (৩০), রুহিন (২৮) ও আকাশ (২৭)।
স্থানীয় লোকজন জানান, ঘটনার রাতে ৫ মটর বাইক নিয়ে ১৫ যুবক দ্রুত গতিতে চালিয়ে শহরের দিকে আসছিলো। এ সময় বাগাদী গাজি বাড়ির সামনে বেড়ি বাঁধের ওয়াভদা রাস্তার উপরে ট্রানিং পয়েন্টে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে আঘাত লেগে রাস্তা থেকে ৩০ ফুট নিচে ৩জন আরহী মোটরসাইকেল নিয়ে পড়ে যায়।

ওই সময় তাদের পিছনের মটর বাইকে থাকা অন্য ৩ জনও রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুত্বর আহতদের মধ্যে ফাহাত, সাইফুল ও আকাশের অবস্থা আশংখাজনক দেখে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হামপাতারে রেফার করেছেন।

একই রকম খবর

Leave a Comment