চাঁদপুরে হরিজন সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে হরিজন সমাজ উন্নয়ন সংস্থার ১০ম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৫ জুন) বিকালে শহরের স্বর্ণখোলায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

এ সময় তিনি উপস্থিত কয়েক’শ হরিজন নারী-পুরুষের উদ্দেশ্যে বলেন, হরিজনরা তাদের মনগতভাবে পিছিয়ে থাকতে পারে। তবে রাষ্ট্রে মানুষ স্বীকৃতি সরূপ কোনভাবে তারা পিছিয়ে নেই। আর রাষ্ট্রে দায়িত্ব পিছিয়ে পড়া লোকদের নিয়ে কাজ করা।

তিনি হরিজন কলোনীর মহিলাদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষা অর্জন, শিশুদের স্কুলমুখী করা ও বাল্য বিবাহ বন্ধ করতে এই হরিজন নারীদের দায়িত্ব নিতে হবে। কারণ শিক্ষা তাদের সন্তানদের সমাজে সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারবে। তাই শিশুদের শিক্ষার্জন করার ম‚ল দায়িত্বটা তাদের মায়েদের নিতে হবে।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে হরিজনদের কাজ করতে হবে। কারণ বাল্যবিবাহ হরিজনদের দারিদ্রতার দিকে ধাবিত করতে পারে। তাই সমাজে দারিদ্রতা বিমোচন করতে হরিজনদের অবশ্যই বাল্যবিবাহ বন্ধে মনযোগী হতে হবে। এ সময় হরিজনদের যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি অঙ্গীকার করেন।

হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আকাশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিরা সরকার মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, হরিজন ঐক্য পরিষদের সভাপতি খোকন চন্দ্র হরিজন, হেলা সমাজ পঞ্চায়েত কমিটির যুগ্ম আহŸায়ক রনি হরিজন, রাঁধা কৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র হরিজন, হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মিনতী হরিজন,

সহ-সাধারন সম্পাদক বৃষ্টি হরিজন, রতন হেলা, বাপ্পি হরিজন ,সাংবাদিক অমরেস দত্ত জয় প্রমুখ।এর সংগঠনের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন এবং উল্লেখযোগ্য অর্জন সবাইকে জানানো হয়। এছাড়াও জেএসসি, এসএসসি ও এইচএসসি হরিজন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রেষ্ঠ সঞ্চয়ী দলকে পুরস্কৃত করা হয়।

একই রকম খবর