আহম্মদ উল্যাহ : মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুুলিশ, পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১শ’ ৪৮ টি অভিযান ও ১শ’ ৩৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ ২২ দিনে ১শ’ ৩৮ অভিযান ও ১শ’ ৪৪ মোবাইল কোর্টে ৭ লাখ ৩ হাজার ৫৭ মে. টন ইলিশ ও ১৮ লাখ ৫ শ’ মিটার কারেন্ট জাল এবং ইঞ্জিন চালিত ৪১ টি নৌকা জব্দ করা হয়েছে।
এ ২২ দিনে মোট মাললা হয়েছে, ১শ’ ৪৪ টি এবং আসামী আটক করা হয়েছে, ১শ’ ২৯ জন। এরমধ্যে ১শ’ ২৯ জনকে কারাদÐ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। (১শ’৭ জনকে ১ বছর, ১২জনকে ১ মাস, ৩ জনকে ১৫ দিন এবং ৭ জনকে সাজা দেয়া হয়েছে। আটককৃত জেলেদের মধ্যেেেথকে ১৫ জনকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি। তিনি বলেন অভয়াশ্রমের ২২ দিনের নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয় এবং সাজা প্রদান করা হয়েছে। জেলা যেনো নদীতে না নামতে পারে সে বিষয়ে প্রশাসন এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রসঙ্গত, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমের সাড়ে ৩শ’ কিলোমিটার নদীতে মাছধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় সকল প্রকার মাছ ধরা ও আহরণ করা দÐনীয় অপরাধ। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে আজ ২৯ অক্টোবর রাত ১২ টা থেকে জেলেরা আবার মাছ ধরতে নদীতে নামবে।