চাঁদপুরে ১৩০ চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবে বাড়ি’ শ্লোগানে চাঁদপুরে ট্রাফিক আইন, সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণাসহ দক্ষতা বৃদ্ধিতে ১৩০ গাড়ি চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বুধবার সারাদিন শহরের ষোলঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি) পারকন চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মটরযান পরিদর্শক রিয়াজুল ইসলাম, সহকারী মটরযান পরিদর্শক জিয়াউদ্দিন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলার আট উপজেলার বাছাই করা চালকরা।

একই রকম খবর

Leave a Comment