স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৮ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আজ ০৬ ডিসেম্বর -২০১৯ শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হতে যাচ্ছে । টুর্নামেন্টে ৮ উপজেলার ৮টি উপজেলা ক্রীড়া সংস্থা দল অংশগ্রহন করবে। প্রতি দলে ৫জন স্থানীয় খেলোয়াড় ও ৬ জন বহিরাগত খেলোয়াড় অংশগ্রহন করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ও পুলিশ সুপার চাঁদপুর মোহাম্মদ মাহবুবুর রহমান, পিপিএম (বার) জনাব নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু,
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর জনাব মো: মাজেদুর রহমান খান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা বনাম কচুয়া উপজেলা। উদ্বোধনী অনুষ্ঠান ও সকল খেলা উপভোগ করার জন্য আপনার সানুগ্রহ উপস্থিতি একান্ত ভাবে কামনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ফুটবল সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৮ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আগামী ০৬ ডিসেম্বর -২০১৯ শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হতে যাচ্ছে । এ উপলক্ষে ব্যাপক ভাবে আয়োজন করতে যাচ্ছি ।