স্টাফ রির্পোটার : চাঁদপুরে “২৫ সে মার্চ গনহত্যা দিবস” উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে গনহত্যার উপর স্মৃতিচারন মূলক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় তিনি বলেন, নবম শ্রেনীতে পড়াকালীন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। ২৫ মার্চ কি হয়োছিলো তোমাদের জানতে হবে। আমি অনেক কিছুর স্বাক্ষী।তারা প্রথমে আক্রমন করেছিলো রাজারবাগ পুলিশ লাইনে। ২৫ মার্চ গনহত্যা হয়েছিলো শুধু আমাদেরকে পরাধিন রাখার জন্য। বাঙ্গালীদের কোন কিছুতে কোন অধিকার ছিলো না।
এই আক্কাস আলী স্কুলে ৭১ সালে বহু ধর্ষন,গনহত্যা হয়েছিলো। গলা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিলো। এ ধরনের সত্য ইতিহাস তোমাদের জানতে হবে। বাঙ্গালী জাতী তিল তিল করে এ স্বাধীনতা এনেছি। চাঁদপুরে প্রথম শহিদ হয়েছিলো কে তোমরা জানো? পাক আর্মিরা যখন চাঁদপুরে ঢুকে শংকর ও কালাম কে গুলি করে। মহিলা কলেজের সামনে আশফাককে গুলি করে হত্যা করে। ২৫ মার্চের রাতে রাস্তার কুকুরগুলোও ক্ষমা করে নি।
তিনি আরো বলেন,বাঙ্গালী যেনো মাথা উচু করে দাঁড়াতে না পারে। তাই ২৫ মার্চ গনহত্যা ঘটানো হয়েছিলো। বঙ্গবন্ধু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলো।
৯টি বুলেট ও থ্রী নট রাইফেল দেওয়া হেয়ছিলো আমাকে। আমার কমান্ডার ছিলো মমিন খান আকাশ। সেদিন বঙ্গবন্ধুর ডাকে রক্ত টগবগে ছিলো। সেদিন ভাবি নি এ রাইফেল দিয়ে কি হবে।যুদ্ধ করবো,দেশ স্বাধীন করবো, দেশকে শত্রুমুক্ত করবো এ ছিলো দৃঢ় সংকল্প ছিলো।
আলোচনা সভায় জেলা তথ্য অফিসার নুরুল হকের সভাপতিত্বে ও জেলা সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন,মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।
আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের মাঝে ২৫ মার্চের গনহত্যার ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।