চাঁদপুরে ২৮ লাখ মিটার জালসহ ২৯ জেলে আটক

সাইদ হোসেন অপু চৌধুরী :চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের অভিযোগে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১৮৮ কেজি জাটকা এবং ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার জাল এবং পাঁচটি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) চাঁদপুর নৌ থানার অফিসার ইনর্চাজ মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনর্চাজ কামরুজ্জামান বলেন, ‘জাটকা রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

অভিযানে ২৯ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১২ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

একই রকম খবর