স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি ইউনিয়ন পরিষদের ছয়টি স্থায়ী কমিটির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনদিনব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান ।
জেলা প্রশাসনের বাস্তবায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে ও স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুর উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:সুবোধ কুমার ,সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র অপারেশন কমিউনিটি পুলিশিং মো: আবদুল রব , আনসার ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।
৩দিন ব্যাপি প্রশিক্ষণে তিন ব্যাচে সদর উপজেলার রামপুর,বাগাদী, হানাচর ইউনিয়ন পরিষদের ছয়টি স্থায়ী কমিটির ৯০জন সদস্য, ৩ জন সচিব ,গ্রামপুলিশ পৃথক পৃথক ব্যাচে অংশগ্রহণ করেন।