বিশেষ প্রতিনিধি ঃ চাঁদপুরে অবুঝ ৩ সিএনজি চালিত স্কুটার চালককে আটক ও ৩টি স্কুটার জব্দ করেছে চাঁদপুর সদর সার্কের অফিসের পুলিশ।
বুধবার দুপুরে শহরের হকার্স মার্কেটের সামনে ৩ অবুঝ অপ্রাপ্ত বয়স্ক চালক সিএনজি চালিত স্কুটার চালনার সময় এদেরকে আটক করেন,চাঁদপুর সদর সার্কেল অফিসের এলসি মো: আবদুল্লাহ্ আল নোমান(নাঈম)।
জানা যায়,পবিত্র রমজান মাসে চাঁদপুর বাসী নিরাপদে চলাচল, শহরের যানজট নিরশনে ও চাঁদপুরবাসী তথা বিভিন্ন স্থানের যাত্রীদের নিরাপদে যাতায়তের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মো:জাহেদ পারভেজ চৌধুরীর নির্দ্দেশে, চাঁদপুর সদর সার্কেল অফিসের এলসি মো: আবদুল্লাহ্- আল -নোমান(নাঈম) একক প্রচেস্টায় শহরের হকার্স মার্কেটের মোল্লা হার্ডওয়ারের সামনে পৃথক ভাবে অভিযান চালিয়ে বেপরোয়া গতিতে সিএনজি চালিত স্কুটার চালানোর সময় অবুঝ(অপ্তাপ্ত বয়স্ক) ৩ জন চালককে ৩টি সিএনজি চালিত স্কুটারসহ আটক করে।
এ সময় সিএনজি চালিত স্কুটার নং-থ-১১-৬১৫৫,থ-১১-৪১১৯,থ-১১-২০২৮জব্দ করা হয়। আটক চালকরা ড্রাইভিং লাইন্সেস ও গাড়ীর প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই। আটক অবুঝ চালকরা হচেছ,সবুজ সরকার,আকবর পাটওয়ারী ও ছাব্বির প্রধানিয়া।
আটক চালকদের এলসি মো: আবদুল্লাহ্ আল নোমান চাঁদপুর সদর ট্রাফিক অফিসে হস্তান্তর করা হলে,এদেরকে অবুঝ(অপ্তাপ্ত বয়স্ক) হওয়ায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত সিএনজি চালিত স্কুটার নং-থ-১১-৬১৫৫,থ-১১-৪১১৯,থ-১১-২০২৮,এর মালিকের বিরুদ্বে পৃথক ভাবে মটর যান আইনে মামলা দায়ের করা হয়।