ইব্রাহিম খান : চাঁদপুরে ৩ দিনব্যাপি মৎস মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই চাঁদপুর স্টেডিয়ামে ৩ দিনব্যাপি এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেড আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর নৌথানার ওসি আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান, মতলব দক্ষিন উপজেলা মৎস কর্মকর্তা ফারহানা আক্তার, মতলব উত্তর উপজেলা মৎস কর্মকর্তা শাখওয়াত হোসেন,হাজীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদ মোস্তফা,হাইমচর উপজেলা মৎস কর্মকর্তা মাহবুব রশিদ প্রমূখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এবারের এই মেলায় ১৩ টি স্টল রয়েছে। উল্লেখ্য আগামি ২১ জুলাই পর্যন্ত এই মেলা চলবে।