ইব্রাহীম খান ।। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষে তৃতীয় দিনে চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপি মৎস্য মেলা।
২০ জুলাই শুক্রবার বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে এ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধাসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলা ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে। মেলায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা মৎস্য বিভাগ, মৎস্য গবেষণা ইনিস্টিটিউট, মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন হ্যাচারির প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।