সোহেল রুশদী : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরারাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরএবং ইলিশের বাড়ী চাঁদপুরে মেডিকেল কলেজ অনুমোদন পেলো । দেশের ৪৬তম মেডিকেল কলেজ হিসেবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হলো । সর্বশেষ চাঁদপুর স্টেডিয়ামে বিশাল জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ওয়াদাও পূরণ হলো । চাঁদপুরে মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চাঁদপুর জেলাবাসী । অবশেষে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো । গত ৩১ আগষ্ট চাঁদপুর মেডিকেল কলেজ অনুমোদন পাওয়ার সাথে সাথে ফেসবুকে অনুমোদনের চিঠি পোষ্ট করা হয়েছে । সবাই বিষয়টি স্বাগত জানান ।পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃদীপু মনি এমপিকে অভিনন্দন জানান । শেষ পর্যন্ত অনুমোদনের চিঠিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় ।
জানা গেছে, অনুমোদনের পর পরই চাঁদপুরে মেডিকেলে ভর্তির আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে । ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ৪৬তম মেডিকেল কলেজ হিসেবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হলো । মোট আসন সংখ্যা হলো ৫০টি ।
এ ব্যাপারে চাঁদপুর সিভিল সার্জন এর সাথে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান,চাঁদপুর মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে । বিষয়টি ডিজি অধিদপ্তর ওনাকে নিশ্চিত করেছে ।
সেই সাথে গতকাল থেকে ভর্তির আবেদন শুরু হয়ে গেছে ।চাঁদপুরে আসন সংখ্যা ৫০টি । তিনি জানান ,চাঁদপুর সেতু সংলগ্ন ৩০.৫ একর ভুমি উপর এ চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপন করার প্ররিকল্পনা রয়েছে । আপাতত মেডিকেল কলেজের অফিসিয়াল কার্যক্রম চলবে সিভিল সার্জন অফিসে ।সহসাই ডিজি অধিদপ্তর উর্ধ্বতন অফিসাররা চাঁদপুর আসবেন ।