ইব্রাহিম খান : চাঁদপুরে ৫ম জেলা কাব ক্যাম্পুরী ২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ৫ম জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা স্কাউটস এর সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এ সময় তিনি বলেন, আসুন নতুন সুন্দর জীবন গড়ি স্কাউটস করি। যেন মানবতার সেবায় আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি। বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা স্কাউটরা সারা দেশের মধ্যে অনেক দুর এগিয়ে গেছে। আমরা চাই আজ ৫ম জেলা কাব ক্যাম্পুরীর যে উদ্বোধন হলো তা যেন শান্তিপ‚র্ন ভাবে শেষ হয়।
চাঁদপুর জেলা স্কাউটসের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা স্কউটস এর সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা স্কাউটসের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিহাব উদ্দিন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক স্বপন কুমার দাস, চাঁদপুর জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা স্কাউটস’র সহকারী পরিচালক দয়াময় হালদার। এবারের এই খেলায় চাঁদপুর জেলার ৮ টি উপজেলা থেকে মোট ৬৯ টি কাব দল অংশ নেয়।