চাঁদপুরে ৫ জন দুস্থকে চিকিৎসা জন্য অনুদান প্রদান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সমাজকল্যাণ পরিষদ তহবিল থেকে জেলার বিভিন্ন এলাকার ৫ জন দুস্থ/ অসহায় ও গরীব ব্যক্তির চিকিৎসার জন্য এককালীন ৫০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তাঁর কার্যালয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা হারে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।

অনুদান প্রাপ্তরা হলেন, ১. মোঃ আইউব আলী ঢালী (বীর মুক্তিযোদ্ধা), পিতাঃ মৃত মোঃ সেকান্দার ঢালী, খলিশাডুলি, চাঁদপুর সদর। ২. খোকন চন্দ্র শীল, পিতাঃ ভুলু চন্দ্র শীল, ফুলছোঁয়া, হাজীগঞ্জ। ৩. মোঃ ফারুক হোসাইন, পিতাঃ মোঃ নূরুল ইসলাম মোল্লা, ত্রিদোনা, ফরিদগঞ্জ। ৪. ইতু চক্রবর্ত্তী (সংস্কৃতি কর্মী), পিতাঃ নগেশ চক্রবর্ত্তী, গুয়াখোলা রোড, চাঁদপুর পৌরসভা। ৫. মজিবুর রহমান মুন্সি (সংস্কৃতি কর্মী), পিতাঃ মৃত হাফিজুর রহমান মুন্সি, শহীদ রেহান বাগ, চিত্রলেখার মোড়, চাঁদপুর পৌরসভা।

একই রকম খবর