ঘূর্ণিঝড় ‘ফণী’ : চাঁদপুরে ৫ হাজার লোককে নেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে

চাঁদপুর খবর রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় চাঁদপুরের ৩টি উপজেলার ( সদর, হাইমচর ও মতলব উত্তর) এর ৫ সহ¯্রাধিক নারী, শিশু ও বৃদ্ধাসহ নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ সাইক্লোন সেন্টার আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

আশ্রয় কেন্দ্রে মানুষকে শুকনো খাবারও দেওয়া হচ্ছে ।শুক্রবার (৩ মে)রাত সাড়ে ৮টায়  চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুরে ঘুর্ণিঝড় “ফণী”র ভয়াভহ ক্ষতি থেকে রক্ষার জন্য নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ও হানারচর ইউনিয়ন, মতলব উত্তর ও হাইমচর উপজেলার নদীর তীরবর্তী ৫হাজার মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সাড়ে ৮টায় ঘূর্ণিঝড় ‘ফণী’র সর্বশেষ অবস্থা ও মোকাবিলার প্রস্তুতি বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসন প্রস্তুত রয়েছি। জেলায় ৩১১ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ।  যেকোন দূর্যোগপূর্ণ ঘটনা মোকাবেলা করতে আমরা জেলা এবং প্রতিটি উপজেলায় জরুরী কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চাঁদপুরের ৩টি উপজেলার ( সদর, হাইমচর ও মতলব উত্তর) এর ৫ সহ¯্রাধিক নারী, শিশু ও বৃদ্ধাসহ নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ সাইক্লোন সেন্টার আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

একই রকম খবর

Leave a Comment