চাঁদপুরে ৬টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনে ভোক্তা সংরক্ষণ আইনে ভোক্তা জেলা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয় কর্তৃক ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর হোসেনের নেতৃত্বে শহরের পালবাজার ও কবি নজরুল সড়কে অভিযান চালানো হয়। পালবাজার এলাকার ফল বিতানে ওজনে কম এবং সুকৌশলে কাগজের প্যাকেট তৈরি করা হয় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই বাজারে প্রদীপ স্টোরে বিভিন্ন প্রকারের বিস্কুট নিজেরা প্যাকেটজাত করার অপরাধে ২ হাজার টাকা, বেলায়েত ও রতন স্টোরে ২ হাজার টাকা, কবি নজরুল সড়কের হান্নান কমপ্লেক্সে জরুরি মেডিকেল, আবির মেডিকেল ও নিউ সিটি মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রত্যেকে দোকানীকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এই ৬টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে প্রথমবারের চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় ব্যবসায়ীদেরকে হুশিয়ার করে দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ, ভোক্তা সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সদস্য বিপ্লব সরকার সহ কর্মকর্তাগণ।

একই রকম খবর

Leave a Comment