ইব্রাহিম খান : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলাদের মাঝে চাঁদপুর সদরে ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ আগস্ট ) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা.দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, আজকে এমন একজন মহিয়ষী নারীর জন্মবার্ষিকী উপলক্ষে এ চারা বিতরণ করা হচ্ছে যিনি ছিলেন জাতির পিতার সকল সূখ দূঃখের সাথী ও সকল ভালো কাজের মূল প্রেরণা শক্তি। তেমনি ভাবে জাতির পিতার সকল সংকট কালিন মূহুর্তে তিনি সাহস যোগীয়েছিলেন। অথ্যাৎ বাঙ্গালির সকল আন্দোলন সংগ্রাম ও সকল অর্জনে তারও রয়েছে অনন্য অবদান। জাতির পিতার অনুপস্থিতিতে তিনিই দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন সাহস দিতেন।
তিনি আরো বলেন, পাকিস্তানি শাষক গোষ্ঠির শাষণ আমলে তাদেরকে বারবারই সংকটে মূখোমুখি হতে হয়েছে।কিন্তু তারা মনোবল হারান নি। একদিকে যেমন দেশের জন্য কাজ করেছেন ঠিক তেমনি ভাবে নিজের সন্তানদেরকেও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন আজকের এই দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৩০ লক্ষ শহীদের স্মরণে সারা দেশে ৩০ লক্ষ চারা বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন।
এসময় সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ডা. দীপু মনি এমপি বলেন, সারাদেশের েেকামলমতি শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলনে নেমেছিলো সরকার তাদের সকল দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিলো শান্তিপূর্ন। কিন্তু একটি মহল ছাত্রদেরকে উসকেদিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ছাত্রদের বিতরে বিএনপি জামাতের ছেলেরা ডুকে এ আন্দোলনকে ভিন্নক্ষাতে প্রভাবিত করার চেস্টাকরছে। যারা এটি করছে তারা আর কেউ না তারা হলো যারা দেশকে বারবার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তারা যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা। তারা এদেশের কোন উন্নয়ন চায়না। তাই তাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে।যাতে কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমূখ।