প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৫ মাদক মামলার আসামী মনোয়ার হোসেন মুন্না ওরফে মুন্না পাটওয়ারীকে (৩৪) আটক করা হয়েছে।
আটককৃত মুন্না পাটওয়ারী চাঁদপুর শহরের বিষ্ণুদী, তালতলা (পাটওয়ারী বাড়ির) মৃত. মমিন পাটওয়ারীর ছেলে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা গোয়েন্দা ডিবির এসআই মো. মশিউর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টার সময় ঘটিকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৫টি মাদক মামলার আসামী মনোয়ার হোসেন মুন্না ওরফে মুন্না পাটওয়ারীকে (৩৪) ৮শ’ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার বাসা হইতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইয়েছে।