মাসুদ হোসেন : চাঁদপুরে সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দ্রুতই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই সাথে ব্যাপক হারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৮ হাজার ৫৯২ জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৩৪৩ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন। সর্বশেষ গত আট দিনে ২০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪৯ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৪৭৬ জন, ফরিদগঞ্জে ১৬৩ জন, হাজীগঞ্জে ১২২ জন, শাহরাস্তিতে ২০৯ জন, কচুয়ায় ৬৩ জন, মতলব উত্তরে ৪৬ জন, মতলব দক্ষিণে ৯৬ জন ও হাইমচরে ৮৪ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) একদিনে আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ৫৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের থেকে নতুন করে আরো ২২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আরটি- পিসিআর ও আরএটি ল্যাবে শনাক্ত হওয়া ২২৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৭১ জন, হাজীগঞ্জে ৬ জন, ফরিদগঞ্জে ৩৯ জন, মতলব দক্ষিণে ২৪ জন, শাহরাস্তিতে ৫৮ জন, হাইমচরে ২৭ জন ও কচুয়ায় ১ জন।
এই সাড়ে আট সহস্রাধিক রোগীর মধ্যে ২৬ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২ হাজার ৬৪ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৬০, ফরিদগঞ্জে ২৬, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ২০ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ৯ জন ও হাইমচরে ৩ জন।