চাঁদপুরে ৯ গাড়িকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বেপরোয়া লাইসেন্সবিহী গাড়ি চালানোর অপরাধে ৯টি গাড়িতে মামলা করে ৫৬০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার(৮ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারশীন।

চাঁদপুর বিআরটিএ এর দ্বায়িত্বপ্রাপ্ত মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন জানান, শহরের বাবুরহাটে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন বেপরোয়া গাড়ি চালানো কারনে মোট ৯টি বাস, পিকআপ ও মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

একই রকম খবর

Leave a Comment