চাঁদপুর আইসোলেশন ইউনিটে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত ১১টায় চাঁদপুর স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন- চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাচ্চু মিয়া (৬৫)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শাহরাস্তি উপজেলায় খিলা পাথৈর এলাকার আমিনুল হক (৭০) এবং টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকার হাজী আবুল হাশিম (৭০)। তাদের দু’জনই করোনায় আক্রান্ত ছিলেন।

উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বদরপুর গ্রামের অলিউল্লাহ (৬০) এবং কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০)। তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

একই রকম খবর