আজ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের চাঁদপুর আদালতে জামিন শুনানী

চাঁদপুর খবর রিপোর্ট : আজ রোববার (২৫ নভেম্বর) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলনকে জামিন শুনানীর জন্য চাঁদপুর আদালতে আনা হবে। আজ রোববার মিলনের জামিনের আবেদন করা হবে বলে জানান তার আইনজীবি অ্যাড. কামরুল ইসলাম। এর আগে গত শুক্রবার তিন মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুরের আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

এর আগে শুক্রবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিউ আজমের আদেশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে চাঁদপুর কারাগারে নিয়ে যায় পুলিশ।

গত শুক্রবার ভোরে বন্দরনগরীর চকবাজারের চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামক একটি বাসা থেকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিলনের পক্ষের আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে আদালতে ২৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার ওয়ারেন্ট ছিল। আদালত ৯৩/১৫, ২১২/১৫ ও ১৪/১৫ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ ২৫ নভেম্বর বাকি মামলার জামিন শুনানির জন্য এহসানুল হক মিলনকে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে।

মিলনের পক্ষের আইনজীবী অ্যাড. কামরুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে বলেন, মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৬টি মামলা বিচারাধীন। মঙ্গলবার (২০ নভেম্বর) জিআর ২৬৪/০৯ মামলায় তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে ওইদিন আদালতে হাজির হননি তিনি। সবগুলো মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন উচ্চ শিক্ষার জন্য বিদেশে ছিলেন তিনি। তাই এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এসব মামলার ১৭টিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন এহছানুল হক মিলন। গত ১৮ নভেম্বর ‘আত্মগোপনে’ থাকা মিলনের সই করা চিঠি নিয়ে ইসিতে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবী।

একই রকম খবর

Leave a Comment