প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সাবেক টিচার ইনচার্জ ও সিনিয়র শিক্ষককে মকবুল আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।
গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা ট্রাস্ট আল আমিন সোসাইটির নির্বাহী কমিটি ও গভর্নিং বডির পৃথক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় একই সভায় সাবেক অধ্যক্ষ কর্ণেল (অবঃ) শাহাদাত হোসেনকে অব্যহতি দেয়া হয়।
এরইমধ্যে গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা ট্রাস্ট আল আমিন সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ’র স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি ও মকবুল আহমেদকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।
দুটি পত্রই বৃহস্পতিবার (২ মে) থেকে কার্যকর হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল আহমেদ জানান, প্রতিষ্ঠানটি একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। এ সময় আমাােদর গভর্নিং বডি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার সম্মুখিন হয়েছে। গভর্নিং বডি যে সিদ্ধান্ত নিয়েছে তা আশা করি প্রতিষ্ঠানের জন্যে কল্যাণকর হবে।
দায়িত্ব পালন প্রসঙ্গে বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে আমি প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, শাখা প্রধানগণ, অভিভাবকসহ সমগ্র চাাঁদপুরবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।