চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি ৪ দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩১ মে) চাঁদপুর আসছেন।
এ ৪ দিনে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিসহ নানা উন্নয়ন মূলক কার্যক্রমের অংশ নেবেন।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ২টায় ৩০ মিনিটে নদী পথে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সন্ধ্যায় ৬ টায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে ইফতার মাহফিলে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় বাবা লোকনাথ ব্র²মচারী ত্রিরোধান দিবস উপলক্ষে সংর্কত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাত ৮টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ কার্যালয়ে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন।
শুক্রবার (১ জুন) রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ২টায় তরপুরচন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন। পরে সন্ধ্যা ৫টায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিয়ষক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর আয়োজনে বালিয়ায় ইফতার মাহফিলে যোগদান করবেন। এদিন সন্ধ্যা ৬টায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে ইফতার মাহফিলে যোগদান করবেন। এদিন রাত ৮টায় চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন।
শনিবার (২ জুন) সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এদিন শাহমাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং আশিকাটি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে সন্ধ্যায় চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন।
রোববার (৩ জুন) বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এদিন কল্যাণপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে নদী পথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।