প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি ২ দিনের সফরে আজ শনিবার (৪ আগস্ট) চাঁদপুর আসছেন।
আজ দুপুর ১টা ৩০ মিনিটে নদী পথে ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮টায় নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা কর্মদের সাথে মিশন রোডস্থ বাসভবনে মতবিনিময় করবেন।
পরদিন রোববার দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি নদীপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।