প্রেস বিজ্ঞপ্তি : পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ বুধবার (১৫ মে) চাঁদপুর আসছেন।
এদিন তিনি সড়কপথে চাঁদপুর পৌঁছে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাইমচর উপজেলা অডিটোরিয়মে অসহায়, হতদরিদ্র ও উপকারভোগীদের মাজে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবে।
বেলা ১১টায় হাইমচর চরভৈররীর আমতলীতে মালের হাট যুব সংঘ ইসলামি রিলিফ বাংলাদেশ এ যৌথ উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বেলা ১২টায় চরভৈরবী ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশে উপস্থি থাকবেন। পরে বিকেল ৩ টায় চাঁদপুর মিশন রোডস্থ বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য তহবিলের চেক বিতরণ শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।