প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। আত্মমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের একটি সহযোগী সংস্থা। চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমরা মানুষের দৌড়গড়ায় সেবা পৌঁছে দিতে চাই। এ জন্য রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত সকলের আন্তরিক সহযোগিতা চাই। যে কোনোক দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সদাপ্রস্তুত। এ জন্য যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমে আরো গতিশীলতা আনার উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার চাঁদপুর ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ইউনিট সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূঁইয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিট সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য শহীদুল্লাহ মাস্টার, আবুল কালাম পাাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, আবু নছর বাচ্চু পাটওয়ারী, আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রেহানা আক্তার ও ইউনিট অফিসার আহমদ আলী।