স্টাফ রিপোটার : চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার শহরের এলিট চাইনীজ রেষ্টুরেন্টে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ক্লাবের খেলোয়াড় ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম ) আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।
তিনি তার বক্তব্যে বলেন এ ক্লাবটি খেলাধুলা সহ সকল সামাজিক কাজে জড়িত রয়েছে। ক্লাবের সকল সদস্যদের মাঝে রয়েছে সুসর্ম্পক। ক্লাবের সকল সদস্যই বিভিন্ন সরকারী-বেসরকারী বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে।
রমজান উপলক্ষে ক্লাবের সকল সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে যে ইফতারের আয়োজন করা হয়েছে তা খুবই প্রশংসনীয়।
ক্লাবের সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব আবুল কালাম ভুইয়া, জেলা আইনজীবী সাধারন সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন সমিতির সাবেক সাধারন সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ জসিম উদ্দিন ভুইয়া মিঠু, ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান, চাঁদপুর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ক্লাবের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মেজবাহউদ্দিন ভুইয়া ঝুটন, জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো:হারুন অর রশিদ,জেলা মাকের্টি কর্মকতা রেজাউল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর পাসপোট অফিসার তাজ বিল্লাহ, ক্লাবের সদস্য সহ জেলা প্রশাসন, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, আইনশৃংখলা বাহিনী, ব্যাংকার সহ বিভিন্ন পেশাশ্রেনীর কর্মকতাগন। অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদুর রহমান এবং ইফতারের দোয়া পরিচালান করেন মাওলানা হেদায়েতউল্লাহ।