চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল কমিটিপূর্ণ:গঠনে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভা কমিউনিটি পুলিশিং অঞ্চল কমিটি পূর্ণ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর মডেল থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন খানের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিআই) মোঃ আব্দুর রবের সঞ্চালনায় মতবিনিময় করেন ওসি তদন্ত মোহাম্মদ হারুনর রশিদ, অঞ্চল -৫ এর সভাপতি কাজী শাহাদাত, অঞ্চল ৪ এর সভাপতি ডাঃ এএস এম সহিদ উল্লাহ, সাধারণ
সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, অঞ্চল-১০ এর সভাপতি মোঃ মোস্তাক হায়দার, কাউন্সিলর ফরিদা ইলিয়াস , অঞ্চল-১ এর সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

সভায় অঞ্চল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়ে আগামী ৩০ এপ্রিল মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে। এছাড়া কমিটিতে কোন ভাবে যেনো মাদকের সাথে সম্পর্কের্কিত ব্যক্তির নাম আসতে পারে । সেই ব্যপারে সবার সহযোগিতা কামনা করা হয়ে।

একই রকম খবর

Leave a Comment