চাঁদপুর-কুমিল্লা সড়কের পৃথক স্থানে রাতের আধারে ব্যবসায়ীদের জিম্মি করে ছিনতাই

মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়ায় পৃথক স্থানে রাতের আধারে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহামায়া বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জুলহাস মিজি এবং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার লাখি বেগমের দুই ছেলে সজিব মিজি ও সাগর মিজি দোকান বন্ধ করে বাজারের পশ্চিম দিকে মান্দারী এলাকায় হেটে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী তাদেরকে লক্ষ্য করে পিছু নেন। কিছুদূর যাওয়ার পর আড়িবাড়ি নামক এলাকায় আসলে ডাকাত সদস্যরা মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ীদের গতিরোধ করে বিভিন্ন দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলেন।

ব্যবসায়ীদের কাছে যা আছে দিয়ে দেয়ার জন্য বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগরকে নিয়ে মাটিতে পড়ে যান ডাকাত দলের একজন। পরে সজিব ও সাগরের কাছে থাকা দুইটি স্মার্ট ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে ওঠার সময় পাশে থাকা একটি কাঠ দিয়ে পেছনের জনকে আঘাত করতে থাকলে আর উঠতে পারেন নি একজন। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে কুচুয়া এলাকার জুলহাস প্রকাশ আরিফ (৩৫) নামে একজনকে আটক করেন।

পরে চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। ভুক্তভোগী সজিব মিজি ও সাগর মিজি বলেন, আমরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সাধারণভাবেই তাদেরকে দেখতে পাই। আমরা কোন গুরুত্ব না দিয়ে কিছুদূর যাওয়ার পর তারা আমাদের সামনে এসে মোটরসাইকেল থামিয়ে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যাওয়ার সময় পেছনের জনকে কাঠ দিয়ে আঘাত করলে আর উঠতে না পারায় অন্য দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকালে সজিব নামে একজনকে রাম দা দিয়ে পিঠে কোপ দিলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় যান। শাহমাহমুদপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য লাখী বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার ছেলেরা রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীরা তাদেরকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যান এবং তাদের দলের একজনকে আটক করেন স্থানীয় জনতা।

এর আগে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের মশিউর রহমান মিশন নামে এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে জমজমিয়া ব্রিজ এলাকায় তাকে জিম্মি করে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ও নগদ টাকা নিয়ে যান একই চক্র।

ঘটনার খবর পেয়ে আসা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, এ চক্রের সদস্যরা খুবই দুষ্ট প্রকৃতির লোক। তারা রাতের আধারে সড়কে চলাচলকারী পথচারীদের নিরবস্থানে জিম্মি করে সবকিছু নিয়ে যায়। তেমনি করেছে সজিব মিজি ও সাগর মিজির সাথে। তার সাথে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায় এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিভিন্ন অস্ত্র ছিল।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই গফুর ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক চাঁদপুর খবরকে বলেন, ছিনতাইকারী চক্রের এক সদস্যকে স্থানীয়রা আটক করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তির বাড়ি কচুয়া থানা এলাকায় ও পালিয়ে যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায়। তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একই রকম খবর