স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলাস্থ নিজ গ্রামের বাড়ি শাহতলীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদী।
বুধবার (৫ জুন) চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন জামে মসজিদে ঈদের জামাতে শরিক হয়। নামাজ শেষে জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী সাহেবসহ পরিবারের নিহত সদস্যদের কবর জিয়ারত করেন।
ঈদের জামাতের ইমামতি করেন শাহতলী স্টেশন জামে মসজিদের ইমাম প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ এফ এম আমিনুল্লাহ।
অন্যদের মধ্যে অংশ নেন মতলব উত্তরের বিআরডিবি’র উপজেলা অফিসার সলেমান মুন্সি ,মুন্সিরহাট কৃষিব্যাংকের অফিসার মো: নসুদ মুন্সি , স্থানীয় ইউপি মেম্বার মো: সফিক কারী ,মসজিদ কমিটির সভাপতি মো: ফজলুল হক মুন্সি, সাধারণ সম্পাদক কাসেম মিজি ,
বগুড়া মোমো ইন ফাইভ স্টার হোটেলের সহকারী ম্যানেজার মো: মোরশেদ আলম (রুবেল ) রুশদী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সিসহ বিপুল সংখ্যক ধমপ্রান মুসুল্লিগণ ।