চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলে গুজব প্রতিরোধে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) হারুনুর রশিদ বলেছেন,গুজব রটানোকারী চাঁদপুরে পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই গুজব রটিয়ে কেউ নিজেকে ও দেশকে বিপদে ফেলা থেকে বিরত থাকুন।

২৫ জুলাই বৃহস্পতিবার সকালে চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর সাথে গুজব প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,চাঁদপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদা তৎপর।তাই কেউ কোন ব্যপারে বিশৃঙ্খলা করতে দেখলেই ৯৯৯ এ কল করুন।পুলিশ সব ধরনের আইনি প্রয়োজনে আপনাদের পাশে থাকবে।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নকে ব্যহত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কুচক্রী মহল সক্রিয়।তারা কখনো বলে পদ্মা সেতুতে মানুষের কল্লা লাগবে।কখনো বলে দেশে বিদ্যুৎ থাকবে না। এছাড়া আরো নানা রকম বিভ্রান্তিকর কথা বলে গুজব রটানোর অপচেষ্টা করছে।তবে এসব গুজবে কান দিয়ে কোন লাভ নেই।আমরা আপনারা সবাই মিলেমিশে সব ধরনের গুজব মোকাবেলা করে চাঁদপুরের শান্তি বজায় রাখতেই কাজ করবো।

চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সীমা গাইন,সহকারী শিক্ষিকা ফৌজিয়া হোসেন পুতুল, সিলভিয়া মন্ডল পপি, রোজলিন দেউড়ী, কোয়েল বাইন, সবিতা দেউড়ী,শাওন সাথী মজুমদার,তপতী ভৌমিক,রত্না মিশ্র,মুক্তি পাল,কনিকা দাস,ঝুমা দেবনাথ,মেরী বালা,তাসলিমা আক্তার,আছমা আক্তার(রিলিভার),মার্গারেট বাড়ে(রিলিভার) প্রমূখ।এ সময় স্কুলের প্রায় ৭’শ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

একই রকম খবর