ইব্রাহীম খান : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের মুক্ত আলোচনা রোববার (২১ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে এ মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে যেকোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি নিজেরাও সকল অন্যায় অনিয়ম থেকে বিরত থাকতে হবে। তাহলেই দেশে অপরাধ কমে আসবে। এদেশ হবে একটি সূখি ও শান্তপূর্ন দেশ। কিন্তু অত্যন্ত দু:খ জনক যে আমরা কে হই আইন মানছি না। যেকারণে আমাদের নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা যদি আমাদের সহযোগীতা কর তাহলে সব অপরাধ নির্মূল করা সম্ভব। তোমরা জান একটি মহল বর্তমানে দেশে এক ধরনের গুজব চড়াচ্ছে। কিন্ত তোমাদের সাবধান থাকতে হবে। কোন ধরনের গুজবে কান দিবেনা। তোমরা কোন সমস্যার সম্মূখিন হলে তা বাবা মা ও শিক্ষকদের জানাবে এবং সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিবে। কিন্তু তোমরা যদি প্রতিবাদ না কর তাহলে অন্যায়ের পরিমান আরো বেড়ে যাবে। ফেসবুুকে যদি অপরিচিত কারো রিকোয়েষ্ট এক্সেপ্ট না করো তাহলে নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবে।
এসময় শিক্ষার্থীরা ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সেসব প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময় আরো বক্তব্যে রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, এস আই ইসমাইল হোসাইন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।