স্টাফ রিপোর্টার : চাঁদপুর গৌর-গরিবা জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শহরের বাসষ্ট্রান্ড সংলগ্ন মসজিদে শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব ও বাস স্ট্যান্ড মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ তালুকদার।
ঈদের নামাজের পর মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যেনো করোনা থেকে মুক্তি পায় এবং দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
একই মসজিদে সকাল সোয়া ৮ টায় ঈদের দ্বিত্বীয় জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহরের প্রানকেন্দ্রের এ মসজিদটিতে দুটি জামাতেই পুরো মসজিদে মুসল্লিদের ছিলো উপচে পড়া ভীড়।