চাঁদপুর চেম্বার অব কমার্সের সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের সাধারণ সভা, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীদের উপস্থিতিতে চেম্বারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই শনিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন চেম্বারের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সমানভাবে অবদান রাখছে। আর এ সকল কর্মকাণ্ডে মধ্যে অন্যতম হলো শিক্ষামূলক কার্যক্রম। আজ ব্যবসায়ীদের অবদানে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো উৎসবে আমরা সেবামূলক মন নিয়ে কাজ করব। মানুষ যাতে ঈদ, রোজা, পূজা-পার্বনে ন্যায্য দামে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে ব্যবসাও একটি সেবামূলক কাজ। তিনি ব্যবসায়ীগণ যাতে কোনোরূপ হয়রানির শিকার না হন এবং স্বাভাবিকভাবে মালামাল আমদানি রপ্তানি করতে পারেন এজন্যে রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চেম্বার পরিচালনা পর্যদের পরিচালক ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, মোঃ মাইনুল ইনলাম কিশোর, মোঃ আমিনুর রহমান বাবুল, মোঃ হযরত আলী, মোঃ জামাল হোসেন, গোপাল চন্দ্র সাহা, মোঃ ফিরোজ আহমেদ, চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হায়দার চৌধুরী ও চেম্বারের সাবেক পরিচালক হাজী লিয়াকত পাটওয়ারী।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং কণ্ঠ ভোটের মাধ্যমে পরিচালকগণ তা পাস করে নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতসহ দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ ইব্রাহীম খলিল। পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন শ্রী উত্তম কুমার গোস্বামী।

অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের মাথায় সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও চাঁদপুর চেম্বারের প্রাক্তন সভাপতি আলহাজ মোঃ ইউনুছ মিয়াজী, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সকল সদস্য ও স্বজনদের রুহের মাগফেরাত এবং আত্মার সদগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম খবর