চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াসব্লক এর প্রয়োজনীয়তা নিয়ে গতকাল ১৩জানুয়ারী (বুধবার) সকাল ১১টায় চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
শুভেচ্ছা বিনিময়কালে সভাপতি সোহেল রুশদী মহোদয় উক্ত দুটি সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য ওয়াশব্লক প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। বিষয়টি চাঁদপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গুরুত্ব দিয়ে শুনেন এবং ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন ।