স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হওয়ার পর এবার চাঁদপুর জেলার দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী।
বুধবার সকালে কুমিল্লার নূরজাহান হোটেলে কুমিল্লা অঞ্চলের শ্রেষ্ঠ করদাতাদের পুরস্কৃত করা হয়। চাঁদপুর জেলার দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা (২০১৮-১৯) হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
মোহাম্মদ আলী জিন্নাহ চাঁদপুরের সদ্যপ্রতিষ্ঠিত শারমিন ফিলিং স্টেশনের চেয়ারম্যান। তিনি এফসিসিআই’র কার্যকরী কমিটির সদস্য, চাঁদপুর চেম্বারের ডাইরেক্টর, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা, চাঁদপুর ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, নতুনবাজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির ভাইস প্রেসিডেন্ট।
এছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য, মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালের উপদেষ্টা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।