চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার বিদেশগামী কর্মীদের ৩দিন ব্যাপী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ডিসেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) বক্তব্যে বলেন, দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই’ ই মিলে” এই প্রতিপাধ্যটি বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সামাজিক বিদেশে কর্মসংস্থান শুধুমাত্র দেশের বেকারত্ব হ্রাসই করে না, একই সাথে বিদেশে কর্মরত প্রবাসীদের প্রেরণকৃত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে।
আপনাদের সুবিধার কথা সর্বোচ্চ চিন্তায় রেখে চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক সহ ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্ক চালু করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন অনলাইনে করতে অনেকেরই যেকোনো কম্পিউটার অপারেটর দোকানের সহায়তা নিতে হয়, আর এ দোকানে গিয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছে। শুধুমাত্র আবেদন ফরম পূরণ করার জন্য বড় অংকের টাকা দাবী করে তারা।
তাই চাঁদপুরবাসীর ভোগান্তি কমাতে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয়েছে। এখান থেকে বিনামূল্যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন ফরম পূরণ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি দেওয়া হবে এই ডেস্ক থেকে। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক ও ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্কের জন্য ১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার দেওয়া হলো।
তিনি বলেন, চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন। এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে। সর্বশেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় গন্তব্য দেশের রীতিনীতি, ভাষা, আইন-কানুন, করণীয় ও বর্জনীয়, নিজ-নিরাপত্তা ও কল্যাণ ইত্যাদি জানতে হবে।
এসময় চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।