স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন। ৩০ জুন রবিবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জিহাদুল কবির এ ঘোষণা দেন। পরে তিনি ওসি নাসিমের হাতে এক সম্মাননা স্মারক তুলে দেন।
জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার আওতাধীন এলাকা এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। নদী অঞ্চলের এই থানায় ২০১৮ সালের ডিসেম্বরের ৭ তারিখ ওসি হিসেবে যোগদান করেন মোঃ নাসিম উদ্দিন।
এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। তিনি একের পর এক চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইভটেজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় তাকে পুলিশ সুপার এ পদে ভূষিত করতে নির্বাচিত করেন। এদিকে এই সম্মাননা স্মারক গ্রহনের পর ওসি নাসিম উদ্দিন সবার থেকে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।