প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দোতালায় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ( জেলা জজ ) বিচারক মাহমুদুল কবির,
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট্র নুরে আলম. জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, সিনিয়র আইনজীবী অ্যাডঃ রুহল আমিন-১,
সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবিব, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার, সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মুজিবুর রহমান ভুইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর,
ফরিদগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান সহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, অতিথি সহ সাংবাদিকগন।