চাঁদপুর জেলা আইনশৃংখলা কমিটির সভা

কাউছুল উল রাব্বি ॥ চাঁদপুর জেলা প্রশাসকের আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুরের জননিরাপত্তা এবং জনদুর্ভোগ লাঘবে চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ জুন রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক, জেলা পুলিশ, কোস্ট গার্ড, বিআইডাব্লিওটিএ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন অফিস, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা বিধান ও জনদুর্ভোগ লাঘবে এক গুচ্ছ পরিকল্পনা তুলে ধরে চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন, এবার চাঁদপুরবাসীকে নির্বিঘেœ ঈদ উদযাপনের নিশ্চয়তা দিতে চায় জেলা প্রশাসন।
সভায় জেলা প্রশাসক বলেন, আসছে ঈদকে কেন্দ্র করে শহরের যানজট নিয়ন্ত্রণ, লঞ্চে অতিরিক্ত যাত্রি চলাচল বন্ধ, জাল নোটের সরবরাহ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ উত্তরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বিঘেœ ঈদ উদযাপন করতে চাঁদপুরবাসীকে সুযোগ করে দিতে চাই।
তিনি আরও বলেন, ঈদে বাস, ট্রেন এবং নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে পরিবহন সংশ্লিষ্টরা যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে, যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি কিংবা ছিনতাইয়ের শিকার না হন এ জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জেলা প্রশাসন কাজ করবে।
এ সময় তিনি ঈদ জামাতকে ঘিরে যে কোন ধরনের নাশকতা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
আইন শৃঙ্খলা সভায় জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, ঈদকে ঘিরে যানজট এড়াতে সড়কে পুলিশি তল্লাশি সীমিত করা হলেও মাদক নিয়ন্ত্রণে নির্দিষ্ট কিছু স্থানে তল্লাশি চলবে। নৌ ঘাট, বাস ও রেল স্টেশনে পুলিশের নিয়মিত ফোর্স ছাড়াও মোবাইল টিম কাজ করবে। যেকোন ধরনের সমস্যা হলে যে কেউ ৯৯৯ এবং ৩৩৩ নাম্বারে অভিযোগ করে আমাদের কাছে প্রতিকার চাইতে পারেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।
ইভটিজিং এবং বখাটেপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে জানিয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ঈদ বাজারকে কেন্দ্র করে মার্কেটগুলোর সামনে মোটরসাইকেল নিয়ে বখাটেপনা করা হয়, ইভটিজিং করা হয়। যারা এসব করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এজন্য যেখানে সেখানে মার্কেটের সামনে যেন মোটরসাইকেল পার্কিং করে উঠতি বয়সের ছেলেদের আড্ডা দিতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য রাখতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ এসপি সুব্রত হালদার, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালিউল্লাহ, চাঁদপুর মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ মো: মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালিসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment