চাঁদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

সাইদ হোসেন অপু চৌধুরীঃ চাঁদপুর পৌর আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

তিনি তার বক্তব্য বলেন জননেত্রী শেখ হাসিনার কারনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশে শিক্ষা, চিকিৎসাসহ সকল মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হয়েছে। শুধু তাই নয় দলকে স্বচ্ছতা রাখতে সুদ্ধি অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, সমাজকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলকে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এসকল বিষয়ে জিরো টলারেন্স করেছেন। আজকে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী বিল্লাল আখন্দ, আবদুর রশিদ সরদার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমার ভূইয়া, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি আবুল কাশেম গাজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল হায়দার চৌধুরী।

একই রকম খবর