চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ। এ দলকে শক্তিশালী করতে হলে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে সু-সংগঠিত করতে হবে। দল গোছাতে হবে। দলের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি আবশ্যই তৃনমুল নেতাকর্মীদের মতামত অনুযায়ী করা হবে। ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের কমিটি গঠন করা হবে।

রোববার(১৬ জুন) চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ ছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে সভা চলাকালীন সময়ে সাংগঠনিক আলোচনার সময় সাংবাদিকদেরকে সভাস্থলে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় চাঁদপুর সদর উপজেলাসহ চাঁদপুরের ৭ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কার্যকরি কমিটির সদস্য ড. শামসুল হক ভূইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, শহীদুল্লাহ মাস্টার, আবুল খায়ের পাটওয়ারী, বিল্লাল আখন্দ, সন্তোষ দাস, আবদুর রশিদ সর্দার, মনজুরুল ইসলাম মঞ্জু, শামসুল হক মন্টু পাটওয়ারী, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভ‚ঁইয়া,

চাঁদপুরের সদর উপজেলা নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, মতলব দক্ষিণের উপজেলা চেয়ারম্যান এএইচ এম গিয়াস উদ্দিন, মতলব উত্তরের উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভ‚ঁইয়া,

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভ‚ষণ মজুমদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ন‚রুল ইসলাম জমাদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম কাজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী একেএম মোতালেব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা ন‚র খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন,

শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মিঠু, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা।

একই রকম খবর