সাইদ হোসেন অপু চৌধুরীঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শেষে এবং হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বক্তব্য রাখেন চোঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্য বলেন, হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নূর হোসেন পাটোয়ারী দলের জন্য শ্রম এবং মানুষের উন্নয়ন করেছেন বলেই মনোনয়ন পেয়েছেন। আমরা আগামী ১৩ জানুয়ারি নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবো। সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই ঐক্যবদ্ধ একটি শক্তি, যার মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাবে। হাইমচর উপজেলায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে যেই উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন। এদেশে নৌকার বিকল্প কিছু হতে পারে না। তাই হাইমচরে আওয়ামীকে বিজয়ী করতে হবে। বঙ্গবন্ধুর উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী এবং যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন সমগ্র বিশ্বের উন্নয়নের রোড মডেল।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখতে হলে অাওয়ামী লীগ সরকারকে অারো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে। তাই সকলে মিলে সংগঠনকে অারো শক্তিশালী করতে হবে। সকলে সকল ভেদাভেদ ভুলে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরন, জেলা মহিলা আওয়ামী সভানেত্রী মাকসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাফুজুর রহমান টুটুল, সদস্য মনির হায়দার চৌধুরী ফারুক আহমেদ পাটোয়ারী, মালেক চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুর ইসলাম, স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান নয়নসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।